ডেস্ক রিপোর্টঃ
মাদকমুক্ত কোটচাঁদপুর গড়া হবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। ডিজিটাল মাদক মোবাইল ফোন আসক্তি থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে খেলার মাঠ ছাড়া আমাদের আর কোন বিকল্প নাই। অনলাইন জুয়া ও মোবাইল গেমে ধ্বংস যুব সমাজ। সুস্থ সুন্দর জীবন গড়ার প্রধান অন্তরায় হলো খেলা। শিক্ষার পাশাপাশি খেলাকে জীবনের সঙ্গী হিসেবে নিতে পারলে তার ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে। আগেরকার দিন আর এখনকার দিন আকাশ পাতাল তফাৎ। আগে মাঠ থেকে ছেলেরা বাড়ি আসতে চেতোনা। আর এখন বাড়ি থেকে মাঠে যেতে চাই না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে কোটচাঁদপুর খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠে কোটচাঁদপুর সাহস সেবা সংস্থার আয়োজনে আধুনিক কোটচাঁদপুর পৌরসভার রূপকার প্রয়াত চেয়ারম্যান এ কে এম সিরাজুল হক সিরুমিয়া ফুটবল টুর্লামেন্টের রাজশাহী বনাম খুলনা ফুটবল একাদশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলা প্রেমী মানুষ। আমরা তার দলের কর্মী। আগামী দিনে যদি ঝিনাইদহ ৩ আসনের মানুষ আমাকে তাদের দেখভালের দায়িত্ব দেন তাহলে তাদের পাশে থেকে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সাহস সেবা সংস্থার সভাপতি খোন্দকার শারাফৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল খেলার প্রধান পৃষ্ঠপোষক সিরুমিয়ার জ্যেষ্ঠ পুত্র পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ শেখ ম, আমানউল্লাহ্য, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান,সাবেক কাউন্সিলর খাইরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্য সচিব হাফিজুর রহমান, ইনকিলাব সংবাদদাতা আব্দুল্লাহ বাশার, উপজেলা কৃষক দলের যুগ্ন আহ্বায়ক আবুল কাশেম,সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম বাব, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি প্রমুখ।
ফুটবল খেলাটি সার্বিক দায়িত্বে ছিলেন পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম কবির। ২ গোলে বিজয় অর্জন করেন রাজশাহী ফুটবল একাদশ। খুলনা ০। এ সময় মাঠে দর্শক সারিতে বসে খেলাটি উপভোগ করেন নানা শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ।