নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ইকরা নূরানী বৃত্তি প্রকল্প-২০২৪ এর আওতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ৬ সেপ্টেম্বর ইং তারিখে সকাল ১১ ঘটিকায় শনিবার, ধনবাড়ী উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের হলরুমে ।
উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি মাওলানা মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় ও মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ মাওলানা খলিলুর রহমান, উত্তর টাঙ্গাইল জিম্মাদার, ইকরা নূরানী তালিমুল কোরআন বোর্ড।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতি রফিক আহমেদ,সভাপতি,বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী উপজেলা শাখা, মাওলানা আব্দুস সামাদ,সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখা, মুফতি নাজমুল হাসান, মুহতামীম, দারুল উলূম ধনবাড়ী, অধ্যক্ষ মিজানুর রহমান,আমীর,বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখা, মুহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ,ফিল্ড সুপারভাইজার,ইসলামিক ফাউন্ডেশন,ধনবাড়ী, ক্বারী আব্দুর রহমান,সভাপতি,ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতি ধনবাড়ী শাখা, মাওলানা আবু সাঈদ ফকির(শাহীন),সভাপতি,জাতীয়তাবাদী ওলামাদল ধনবাড়ী পৌর শাখা, এবং ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু সহ অন্যান্যরা ।
পরবর্তীতে হাফেজ মুফতি ওমর ফারুক ফকির, পরিচালক, ইকরা নূরানী শিক্ষাবৃত্তি প্রকল্প,ধনবাড়ী,টাঙ্গাইল এর বক্তব্যের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্যপর্বের সমাপ্তি ঘটে।
আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।