মোঃ জুয়েল রানা বিশেষ প্রতিবেদকঃ
জীবন বাঁচাতে এগিয়ে আসে মানুষ। রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার। স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে অনেকের প্রাণ।
এ লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের কিছু উদ্যমী যুবক প্রতিষ্ঠিত করলো,
“শাহাপুর যুব সমাজ ব্লাড ফাউন্ডেশন”
স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ও সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করতে দিন রাত পরিশ্রম করেছে প্রতিষ্ঠানটির তরুনরা।
রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা, তাদের উদ্বুদ্ধ করা ও রক্তদানের অমূলক ভীতি দূর করারই তাদের মূল উদ্দেশ্যে।
“আমার জন্য যদি বাঁচে একটি প্রাণ,
তাহলে কেন করবোনা আমি রক্তদান”
এই শ্লোগান কে সামনে করে প্রতিনিয়ত মানুষের কল্যানে কাজ করার অঙ্গিকার করে ফাউন্ডেশনের সকল যুবক।
ভবিষ্যতে রক্তদানের পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে থাকতে চাই প্রতিষ্ঠানটি। সেজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন মহলের সহযোগিতা চাই তরুনরা।
প্রতিষ্ঠানটিতে স্বেচ্ছায় রক্ত দিতে কিংবা প্রয়োজনে রক্ত নিতে যোগাযোগ করতে পারেন যে নাম্বার গুলোতে-
০১৬৪৬২০৭৩৭৪(সুলাইমান), ০১৭৫৬৮৮৮১৯৫(নাসিম), ০১৬৪৪৬৭৬৬৪৯(হুসাইন), ০১৬২২৩৬৭৮৩১(ইব্রাহিম)