ডেস্ক রিপোর্টঃ
বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সারা বিশ্বের মুসলমানরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে, ইউনাইটেড আরব আমিরাতের সারজাতে “শিস রেষ্ট এরিয়া” মার্কেটে ব্যবসায়িদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় মার্কেটর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল ব্যবসায়ি ও কর্মজীবী উপস্থিত ছিলেন।
নবীজির মহব্বতে, প্রবাসের মাটিতে সবার আন্তরিক সহযোগিতা সুন্দর একটি আয়োজন করে ব্যবসায়িরা। আল্লাহ যেন প্রতি বছর আরও ব্যপক আকারে এমন আয়োজন করার তৌফিক দান করেন এমনটিই প্রত্যাশা সবার।
আল কুরআনের আলোকে ঈদে মিলাদুন্নবী উদযাপনের গুরুত্ব: মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে এরশাদ করেন “কুল বিফদলিল্লাহি ওয়াবিরাহমাতিহি ফবেজালিকা ফালয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াযমাউন।” (পারা ১১ রুকু ১১)
অর্থাৎ হে প্রিয় হাবীব আপনি বলে দিন, তারা যেন আল্লাহর অনুগ্রহ ও রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে উক্ত খুশি ও আনন্দ তাদের সমুদয় সঞ্চয় থেকে অতি উত্তম।
মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।