1. juwel.rana6974@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের মহেশপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপন তারেক রহমানের নির্দেশে একই মঞ্চে ঝিনাইদহ-৩ আসনের ৫ সম্ভাব্য প্রার্থী যশোরের লেডিস ফ্যাশন ব্র্যান্ড ক্লাসি গুডস এর নতুন শো-রুমের উদ্বোধন। মহেশপুরে মান্দারবাড়িয়ায় ৩ নং ওয়ার্ড মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ঝিনাইদহের গর্ব — অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামানকে সংস্কৃতিকর্মীদের ফুলের শুভেচ্ছা মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়নে বিএনপি মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত নবনিযুক্ত শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিনকে শতদল ফিল্ম সোসাইটি ও শতদল থিয়েটারের পক্ষ থেকে শুভেচ্ছা মহেশপুরে মান্দারবাড়িয়ায় জামাত নেতার ছোট ভাই বিএনপিতে যোগদান ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আধুনিকতার যুগে হারিয়ে যাওয়া ঐতিহ্য—মহেশপুরের পাথরা গ্রামে অনুষ্ঠিত লাঠিখেলা

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
Oplus_131072

আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে ২১ হাজারেরও বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

এতে বলা হয়েছে, গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

দেশটির কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১২ হাজার ৯৫৫ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ১৯৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ১৮৬ জন রয়েছেন।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি এবং ৫৬ শতাংশ ইথিওপিয়ান নাগরিক। বাকিরা অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৫ হাজার ১৩৩ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ৬৮৭ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ৩২ হাজার ২৮০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ১৫৫ জন পুরুষ এবং ৩ হাজার ১২৫ জন নারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট