ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর–দুর্গাপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন বিল্লাল হোসেন। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করলে পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দিয়ে ছেড়ে দেন।
ঘটনাটি শুরুতে গোপন রাখা হলেও মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এলাকায় বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন জানান, বিল্লাল হোসেনকে ঘটনার রাতে ক্ষমা চেয়ে পা ধরে কাঁদতে দেখা গেছে।
অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুব জামায়াত নেতা বিল্লাল হোসেন বলেন, “আমি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা হচ্ছে।”
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল হামিদ বলেন, “বিল্লাল হোসেন সুন্দরপুর–দুর্গাপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি। বিষয়টি আমি জানি না। তবে অভিযোগ সত্য হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।