
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের বাগানমাঠ গ্রামে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ই সেপ্টেম্বর দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গ্রামের আসলাম পাটুয়ারীর মালিকানাধীন পুকুরে বিষের ট্যাবলেট ফেলে দেয়। সকালে পুকুরে ভেসে ওঠা বিপুল পরিমাণ মৃত মাছ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি মালিককে জানানো হলে তিনি এসে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা হবে বলে জানান।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছ চাষি আসলাম পাটুয়ারী বলেন, “এটাই ছিল আমার জীবিকার প্রধান উৎস। হঠাৎ করে কে বা কারা আমার পুকুরে বিষ দিয়ে এতো বড় ক্ষতি করলো তা বুঝতে পারছি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।”
স্থানীয়রা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।