
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় প্রেস ক্লাবে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ খান সুমন।
আলোচনায় ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত সমস্যাসহ নানা বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় হয়। এ্যাডভোকেট এম এ মজিদ ঝিনাইদহের উন্নয়নকে ত্বরান্বিত করতে সব শ্রেণির মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “ঝিনাইদহের উন্নয়নের জন্য আমাদের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সমাজকে একসাথে কাজ করতে হবে।”
ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে জেলা বিএনপি সভাপতি ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবেন এবং স্থানীয় উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা ও যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।