ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
মোবাইল ফোনে গড়ে ওঠা প্রেমের টানে এক সন্তানের জননী স্বামী ও সন্তানকে ছেড়ে ঝিনাইদহে চলে এসেছেন। পাবনা জেলার বাসিন্দা খাদিজা আক্তার নিলা নামের ওই গৃহবধূর সঙ্গে ঝিনাইদহের যুবক মো. হৃদয় হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিলা ও হৃদয়ের মধ্যে কয়েক মাস ধরে ফোনে যোগাযোগ চলছিল। একপর্যায়ে সম্পর্ক গভীর হলে নিলা সম্প্রতি স্বামী ও সন্তানকে ফেলে ঝিনাইদহে চলে আসেন। পরে তারা কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিলার স্বামী ও তার পরিবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, মোবাইল ফোনে পরিচয় থেকে শুরু হওয়া এই প্রেম শেষ পর্যন্ত বিয়েতে রূপ নিয়েছে। তবে হঠাৎ এমন ঘটনায় নিলার পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।