
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) “মিট দ্য স্টুডেন্টস” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সাইবার বুলিং, ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহকে না বলি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।
বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্লাসরুমে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথির কাছে তুলে ধরে। জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের পথ বাতলে দেন। তিনি শিক্ষার্থীদের সাইবার বুলিং, ইভটিজিং, মাদকাসক্তি, কিশোর গ্যাং এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলো থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি এই বিষয়গুলির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং শিক্ষার্থীদের এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মামুন হোসেন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, জীবননগর সার্কেল এবং জনাব মোঃ হাসানুজ্জামান, সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ। জীবননগর থানা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আল-আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
“মিট দ্য স্টুডেন্টস” অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের মুক্ত মঞ্চের উদ্বোধন করা হয়, যা শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও মুক্ত আলোচনার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করবে। এই উদ্যোগ জীবননগরের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবং একটি সুস্থ ও নিরাপদ শিক্ষাঙ্গন তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।