
আব্দুর রাজ্জাক রাজন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি টানা বৃষ্টিতে কোদালিয়া গ্রামের শোয়েবের পুকুর ভেসে যায়। ভেসে যাওয়া মাছ স্থানীয় টুকু মুন্সি গ্রুপের লোকজন ধরেন। এ নিয়ে শোয়েব ও টুকু মুন্সি গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এর আগে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপির এক নেতার জানাজা শেষে বাড়ি ফেরার পথে শোয়েব প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ করেন। এর জেরে বুধবার সকালে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হন।
ঘটনার পর স্থানীয়রা আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। তবে টুকু মুন্সির বক্তব্য পাওয়া যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “সংঘর্ষের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”