স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিল বাংলাদেশ। সরাসরি মাঠে না নামলেও শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা হয়ে গিয়েছিলেন লঙ্কানদের সমর্থক। আবু ধাবিতে বৃহস্পতিবার রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কা ৬ উইকেটে জেতায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোরে ওঠা।
আফগানিস্তানের করা ১৬৯ রানের লক্ষ্য শ্রীলঙ্কা ছুঁয়ে ফেলে ৮ বল হাতে রেখেই। তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছে গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। কেবল লঙ্কানদের বিপক্ষে হারা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে হয়েছে রানার্সআপ। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো আফগানিস্তানকে, যারা এশিয়া কাপে কেবল হংকংয়ের বিপক্ষে জয় পেয়েছিল।
এদিকে, ‘এ’ গ্রুপ থেকে ইতিমধ্যেই সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান।
আগামী শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এরপর বুধবার ভারতের বিপক্ষে এবং পরদিন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বাংলাদেশের ক্রিকেটভক্তদের জন্য সুপার ফোরের এই যোগ্যতা অর্জন বড় প্রাপ্তি, আর রোমাঞ্চকর এই গ্রুপ পর্ব শেষে এখন সবার নজর দুবাইয়ে শুরু হতে যাওয়া বড় লড়াইয়ের দিকে।