
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার কচুয়া থানার ১৪নং বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) আয়োজিত হয় ‘মা সমাবেশ’। জনাব তারেক রহমানের ২৫তম দফা (শিক্ষা) বাস্তবায়নের অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং জনাব তারেক রহমানের শিক্ষা বিষয়ক চিন্তাধারা ও শিক্ষাখাতের উন্নয়নে প্রাথমিক শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে খাতা ও কলম এবং ৮ জন শিক্ষকের মধ্যে নোটবুক ও কলম বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৪, ২৫ ও ২৭ নম্বর দফা নিয়েও আলোচনা করেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এমন উদ্যোগের প্রশংসা করেন।