
মাগুরা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ হন আহাদ ও সুমন। সেই হত্যা মামলার অন্যতম আসামী মো: সোহেল মিয়ার পক্ষে সুপারিশ করে প্রত্যয়ন পত্র দিয়েছেন মাগুরা জেলা জামায়াতে ইসলামী’র আমির বাকের।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রত্যয়ন পত্রে দেখা যায়, জামায়াত নেতা বাকের লিখেছেন –
“এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মো: সোহেল মিয়া আমাদের সাংগঠনিক পরিবারের একজন সদস্য। আমার জানা মতে তিনি রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত নন। তিনি ইসলামী জীবনাদর্শ মেনে চলেন এবং তার পরিবার ইসলামী সমাজ ব্যবস্থায় বিশ্বাসী।”
প্রত্যয়ন পত্রে জেলা আমির সোহেল মিয়াকে জামায়াতের সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়ে তার চরিত্রের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
এ বিষয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন হত্যা মামলার আসামীকে জামায়াতের পক্ষ থেকে সক্রিয় সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া কতটা যৌক্তিক।