
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাইকগাছা পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহবায়ক জনাব মোঃ মনিরুজ্জামান (মন্টু)।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব মোল্লা খায়রুল ইসলাম, জনাব শেখ তৈয়েবুর রহমান, জনাব এনামুল হক সজল, সদস্য জনাব সুলতান মাহমুদ, সদস্য জনাব মল্লিক আব্দুস সালাম এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ও সদস্য সচিব এস. এম ইমদাদুল হক।
সম্মেলনের সভাপতিত্ব করেন পাইকগাছা পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জনাব আসলাম পারভেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক জনাব সেলিম রেজা লাকী ও কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ।
এসময় খুলনা জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ পাইকগাছা পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিকে সফল করার জন্য দলীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান।