
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের জিয়ানগরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদ আহমেদ, সভাপতি জিয়ানগর উপজেলা বিএনপি; এমদাদুল হক মাসুদ, সদস্য পিরোজপুর জেলা যুবদল; এবং তৌহিদুল ইসলাম, সদস্য সচিব পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা দলের সভাপতি শাহিদা বেগম, সিনিয়র সহ সভাপতি তামান্না জামান আশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্বপনা সুলতানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রেহানা হাফিজ।
বক্তারা বলেন, নারী নেতৃত্বকে রাজনীতিতে এগিয়ে আনার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। তারা নারী সদস্যদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংহত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।