
আব্দুর রাজ্জাক রাজন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী পুরুষ ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকালে বাঘাডাংগা খোসালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটকদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ ও ১ জন শিশু রয়েছে।
এতে বলা হয়, আটকরা সবাই যশোর, বাঘেরহাট, ঢাকা, নড়াইলসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।’
এদিকে, মাঠিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি।