আশিকুর রহমান রাছেল, খুলনা জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বাগেরহাটে এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এই ৮ দলীয় টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম, যিনি একই সাথে জাতীয় নির্বাহী কমিটি বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।
এছাড়াও এই ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক খাদেমুল নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান টুটুল, মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, এবং মোংলা উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান হাওলাদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি শেখ মোঃ রুস্তম আলী। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাগেরহাট জেলা বিএনপি, মোংলা পৌর ও উপজেলা বিএনপি, এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।