
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং বিকেলে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ দবির উদ্দিন বিশ্বাস।
সমাবেশে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম হোসেন জগলুল পাশা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, মহেশপুর উপজেলা মহিলা দলের আহ্বায়ক মোছাঃ রুপা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফসিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইয়াস নবী, দপ্তর সম্পাদক মোঃ সাইফুজ্জামান সবুজ, মহেশপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আতিকুজ্জামান শিপন, মহেশপুর উপজেলা জাসা্স সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম মধু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আব্দুল মালেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রিয়াদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলিম রেজাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার, নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং দলের চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। তারা দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামীর আন্দোলন-সংগ্রামকে সফল করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।