
আশিকুর রহমান রাছেল, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোডে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গুলির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি পেস্টিং মামুন (২৫), পিতা: হাবিবুর রহমান, সাংঃ ১৩ নং ওয়ার্ড, পোড়া মসজিদ, খালিশপুর, খুলনা প্রতিপক্ষ মাসুমকে (৩৫), পিতা: ফজলু, সাংঃ পোড়া মসজিদ রেল লাইন, খালিশপুর, খুলনা লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন উপর থেকে মাসুমকে লক্ষ্য করে গুলি করে এবং দ্রুত ইজিবাইকে করে পালিয়ে যায়। সৌভাগ্যবশত গুলি কারও গায়ে লাগেনি। ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে, তবে ফায়ার করা গুলির খোসা পাওয়া যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, মাসুম ও পেস্টিং মামুনের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে—মাসুম মামুনের বোন জামাই। এলাকাবাসীর মধ্যে গুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
খালিশপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।