
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ইং বিকেলে মান্দারতলা হাই স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের সভাপতি আত্তাবউদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনীত প্রার্থী এবং মহেশপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ মেহেদী হাসান রনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন –
“বর্তমান যুব সমাজকে মাদক থেকে বাঁচাতে ও মোবাইলের নেশা কাটাতে খেলাধুলার বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, কোষাধ্যক্ষ মেহেদী মাসুদ, নাটিমা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বুদো, সাধারণ সম্পাদক মহসীন আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মান্দারতলা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করলে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করা সম্ভব হবে।