
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত বিল্লাল হোসেন পাটোয়ারী ফুটবল টুর্নামেন্ট ২০২৫। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী মো. ফয়সাল আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ এবং ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহরম আলী,১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ আলীম সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়বে এবং সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।