
ডেস্ক রিপোর্টঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্যাগী নেতা ফিরোজকে নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও দল ছাড়েননি তিনি। ফলে স্থানীয় নেতাকর্মীদের বড় অংশ মনে করছেন—মনোনয়ন পেলে তিনি হতে পারেন তৃণমূলের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী।
ফিরোজকে এ প্রজন্ম শুধু রাজনৈতিক কর্মী নয়, সংগ্রাম ও সহ্যের প্রতীক হিসেবেই দেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতৃত্ব গড়ে তোলার অন্যতম কারিগর হিসেবে তার পরিচিতি রয়েছে। নিজের স্বার্থ না দেখে বহু নেতাকে তিনি গড়ে তুলেছেন।
দলীয় সূত্র ও স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফিরোজের মতো পরীক্ষিত নেতাকে মূল্যায়ন করলে ত্যাগী কর্মীদের মনোবল আরও বাড়বে। অনেকেই আশা করছেন, বিএনপি যদি সত্যিই তার মতো নেতৃত্বকে সামনে নিয়ে আসে, তবে আদর্শভিত্তিক রাজনীতি আরও গতি পাবে।
স্থানীয় এক কর্মী বলেন, “দল যদি ফিরোজ ভাইকে মনোনয়ন দেয়, এটি হবে ত্যাগী কর্মীদের জন্য গর্বের মুহূর্ত।”
যদিও আনুষ্ঠানিকভাবে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি, তবুও মাঠপর্যায়ে কর্মীদের স্লোগান শোনা যাচ্ছে—
“জয় হোক ত্যাগের, জয় হোক ফিরোজ মতো সাহসী নেতৃত্বের।”