
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার নতুন পাড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। প্রবাস ফেরত এক ব্যক্তির লাশ দাফনের আগে সুদের টাকার জন্য বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, মৃত ব্যক্তি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে দেশে ফেরার পর তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, গ্রামের এক সুদখোর ব্যক্তি প্রায় ১৫ হাজার টাকা পাওনা দাবি করে লাশ দাফনে বাধা দেন। তিনি দাবি পরিশোধ না করা পর্যন্ত দাফনের জন্য গ্রাম্য কবরস্থান ব্যবহার করতে দেননি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, মৃত্যু ও দাফন একটি ধর্মীয় ও মানবিক বিষয়, সেখানে অর্থের জন্য এমন বাধা অনৈতিক ও অমানবিক।
দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দাফনে আর কোন বাধা যেন না থাকে তা নিশ্চিত করা হবে।