
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং জামায়াতের নওগাঁ সদর থানার আমির, মোহাম্মদ মোনায়েম হোসেনের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদ্রাসার ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছিলেন মোনায়েম হোসেন। শিক্ষার্থীরা এ বিষয়ে মাদ্রাসার সুপার নাজমুল হকের কাছে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং শিক্ষার্থীদের দাবি, সুপার নিজেও এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারেন বলে তাদের সন্দেহ রয়েছে।
ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে অংশ নেয়। তারা মোনায়েম হোসেনের ছবিতে জুতা নিক্ষেপ করে তার পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
শিক্ষার্থীরা জানায়, এ ধরনের অপরাধে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মাদ্রাসার শিক্ষাবান্ধব পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।