মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সংগ্রামী সভাপতি শাকিব হাসান এবং সঞ্চালনা করেন সংগ্রামী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শিলন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক কামরুল হাসান রতন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিমসহ মহেশপুর উপজেলা ছাত্রদল, ইউনিয়ন ছাত্রদল ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
নবীনদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন,
"এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকা তলে, এসো নবীন ভয় নাই, ছাত্রদলে সন্ত্রাস নাই।"
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ছাত্রদলের আদর্শ ও লক্ষ্য সম্পর্কে তাদের অবহিত করা হয়। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।