
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জোঁকা গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে সংঘটিত এক চুরির ঘটনায় গ্রামের আবু সাঈদের তিনটি গরু বকন চুরি হয়ে গেছে। স্থানীয়রা জানায়, গভীর রাতে চোরেরা পরিকল্পিতভাবে আবু সাঈদের গরুর ঘরে প্রবেশ করে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবু সাঈদ বলেন, “রাতে ঘরের জানালা খোলা ছিল। সুযোগ বুঝে চোরেরা বাইরে থেকে জানালা আটকিয়ে দেয়। এরপর গরুর ঘরের তালা ভেঙে দড়ি কেটে আমার তিনটি গরু নিয়ে যায়।” চুরি যাওয়া গরুগুলো ২-৩ মাসের মধ্যে বাচ্চা দেওয়ার কথা ছিল।
এই চুরির ঘটনায় পরিবারটি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আবু সাঈদ বলেন,
“বর্তমানে আমি গরু হারিয়ে অসহায় হয়ে পড়েছি। আমার পরিবার বড় ক্ষতির মুখে। গরুগুলোই ছিল আমাদের পরিবারের প্রধান আয়ের উৎস। আমি পরিচিত বন্ধু, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর কাছে অনুরোধ করছি—যদি কেউ গরুগুলোর সন্ধান পান বা কোনো তথ্য জানেন, দয়া করে আমাকে জানান।”
গ্রামবাসীর অভিযোগ, এলাকায় এ ধরনের চুরি আগেও ঘটেছে, তবে এবার একসঙ্গে তিনটি গরু চুরির ঘটনা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গরুগুলোর খোঁজ পেলে বা কোনো তথ্য জানাতে যোগাযোগ করুন:
শহিদুল: ০১৯২৩-১৬১৬৫৬
আবু সাঈদ: ০১৭৬২-৪৬২৮৭১