
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ
মহেশপুরের ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক জটিলতা সমাধান করে দলকে আগামী নির্বাচনের জন্য আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সুপার ফাইভ সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান এস এম হোসেন জগলুল পাশা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান আলী, দপ্তর সম্পাদক এস কে সবুজসহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দলীয় অভ্যন্তরীণ মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল কার্যক্রম সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।