
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মহেশপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মহেশপুর থানা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সহ সভাপতি জালাল উদ্দিন, জামশেদ আলম বকুল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও রবিউল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সাংবাদিকরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্তঘেঁষা মহেশপুরের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন। জবাবে ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে সমাজের অন্ধকার অনেকটাই দূর হবে।”
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন। এতে সীমান্ত জনপদ মহেশপুরে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হলো।