
ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার ঢাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাড্ডায় স্কুল প্রাঙ্গণে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সদস্য মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বর্তমান সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ রাফি হোসেন আব্দুল্লাহ, প্রধান শিক্ষক ড. মুহাম্মদ হারুন-অর রশিদ, বাড্ডা থানা বিএনপি’র আহবায়ক আব্দুল কাদির বাবু, গুলশান থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শাহাজাহান কবির, স্থানীয় সাংবাদিক মোঃ আব্দুল মতিন এবং ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ।
‘আমরা বিএনপি পরিবার’ জানায়, মানবিক সেবামূলক কর্মসূচির পাশাপাশি সারাদেশে ফলজ, ঔষধি, ফুল ও বনজ বৃক্ষের চারা রোপণ কার্যক্রম তাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।