
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান এস এম হোসেন জগলুল পাশা, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং মহিলা দলের কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেত্রীবৃন্দ, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য কর্মী উপস্থিত ছিলেন।