
আশিকুর রহমান রাছেল, খুলনা জেলা প্রতিনিধিঃ
খুলনার রূপসায় জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল নেতা ফোরামের চতুর্থ সভা গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নৈহাটির খোঁড়ার বটতলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও খুলনা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মিসকাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য দিদারুল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, জাহিদুর ইসলাম রবি, সোনালী ব্যাংক সিবিএ-৬৬৪ খুলনা মহানগরের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান এবং পাইকগাছার বিএনপি নেতা মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মিকাইল হোসেন, মিজানুর রহমান চৌধুরী, আকরাম সরদার টুলু, জসিম ভূইয়া, ডা. মনিরুজ্জামান শেখ, সার্চ কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন বাবু, মোঃ তুহিন, সাবেক ইউপি সদস্য ওহিদুল ইসলাম, ফয়সাল মাহমুদ, নজরুল ইসলাম, মনিরুল গাজী রানা, ইবাদুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মাসুদ মীর, মনিরুজ্জামান মানিক, বেলায়েদ হোসেন, আলম, রফিকুল মৃধা, হেলাল, এস্কেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তারা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।