
ডেস্ক রিপোর্ট:
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। পূজা মণ্ডপগুলোতে চলছে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহ জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এবং মহেশপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ড. মো: নান্নু মিয়া।
রবিবার দৈনিক সমান্তরাল কে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম প্রতীক। এ উৎসব সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“বাংলাদেশ বহুজাতি, বহু ধর্ম ও সংস্কৃতির দেশ। আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সহনশীলতাই এ দেশের ঐতিহ্য। দুর্গোৎসব সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করছি।”
ড. নান্নু মিয়া স্থানীয় প্রশাসন ও আয়োজকদের প্রতি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও সহযোগিতা করতে আহ্বান জানান।
তিনি বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, বরং এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
এ সময় তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান এবং যে কোনো অপশক্তির উসকানিতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
রাজনৈতিক ও সামাজিক মহলে তার এই শুভেচ্ছা বার্তা ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।