
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাহাপুর কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তারা হিন্দু ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজায় আগত ভক্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন,
মহেশপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান, মহেশপুর উপজেলা জাসাস সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম (মধু), মহেশপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শিপন, মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আহাদ আলী মাস্টার, মান্দারবাড়িয়া ইউনিয়ন বি এন পির দপ্তর সম্পাদক এস কে সবুজ, মান্দারবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি নাসির উদ্দীনসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় এই উৎসবকে ঘিরে তৈরি হয় সম্প্রীতির অনন্য পরিবেশ। তারা আরও বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানেই বিএনপি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এ সময় তারা উপস্থিত ভক্তদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নেতারা পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। ভক্তরা নেতৃবৃন্দের আগমনকে স্বাগত জানান এবং এ ধরনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, রাজনৈতিক নেতাদের এভাবে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়া সমাজে সহনশীলতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে। তারা আশা প্রকাশ করেন, এ ধারা অব্যাহত থাকলে মহেশপুরসহ গোটা এলাকায় ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।