কুষ্টিয়া সংবাদদাতা:
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। ২ অক্টোবর ২০২৫ইং বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর রাতে বাঁশঝাড়ের পাশে একটি ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির নাম রাইসা খাতুন। সে ওই গ্রামের আকরাম সর্দারের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই রাইসা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে বাড়ির পেছনের বাঁশঝাড়ের ওপাশে ডোবায় তার মরদেহ পাওয়া যায়।
অপ্রত্যাশিত এ মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনা স্থানীয়দের মধ্যে নানান প্রশ্ন ও শঙ্কার জন্ম দিয়েছে।
এ ঘটনায় এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।