1. juwel.rana6974@gmail.com : দৈনিক সমান্তরাল : দৈনিক সমান্তরাল
  2. info@www.dainiksamantaral.com : দৈনিক সমান্তরাল :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হার না মানা সংগ্রামের অবসান: মহেশপুরের বিএনপি কর্মী নিজাম উদ্দিন আর নেই মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মহেশপুরের মান্দারবাড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বি এন পির আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই মহেশপুরে কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত মহেশপুরে ১১নং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড কার্যালয় উদ্বোধন শুক্রবারের ছুটিতে মহেশপুরের শাহাপুর গ্রামে যুবকদের জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা ওসমান হাদীর মৃত্যুতে শোকাহত ছাত্র-জনতা, ঝিনাইদহে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঝিনাইদহের মহেশপুরে ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংবিধানে পিআর পদ্ধতিতে নির্বাচনের সুযোগ নেই: ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে
Oplus_131072

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মহেশপুর ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। কাজল বলেন, “জামায়াত তাদের নির্বাচনী প্রচারণায় পিআর পদ্ধতির দাবি তুললেও সংবিধান অনুযায়ী এর কোনো সুযোগ নেই।”

তিনি আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরে কাজল বলেন, মহেশপুর-কোটচাঁদপুর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চল গড়ে তোলাই তার লক্ষ্য।

তিনি জানান, সীমান্তবর্তী মহেশপুরে শিক্ষার প্রসার, কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা এবং দত্তনগর কৃষি ফার্ম ও বলুহর মৎস্য প্রজেক্টকে গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে তার।

কাজল বলেন, “১৯৯১ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর থেকে উন্নয়নের ধারা থেমে গেছে। আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারা আবার ফিরিয়ে আনব।”

উল্লেখ্য, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন আইন পেশায় কাজের পাশাপাশি তিনি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট