
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশের বর্তমান সংবিধান ও আইনি কাঠামো অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে মহেশপুর ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। কাজল বলেন, “জামায়াত তাদের নির্বাচনী প্রচারণায় পিআর পদ্ধতির দাবি তুললেও সংবিধান অনুযায়ী এর কোনো সুযোগ নেই।”
তিনি আরও জানান, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ও ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে আইন অনুযায়ী রিভিউ করার সুযোগ রয়েছে।
নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরে কাজল বলেন, মহেশপুর-কোটচাঁদপুর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ও স্বনির্ভর অঞ্চল গড়ে তোলাই তার লক্ষ্য।
তিনি জানান, সীমান্তবর্তী মহেশপুরে শিক্ষার প্রসার, কোটচাঁদপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা এবং দত্তনগর কৃষি ফার্ম ও বলুহর মৎস্য প্রজেক্টকে গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পরিকল্পনা রয়েছে তার।
কাজল বলেন, “১৯৯১ সালে বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছিল। কিন্তু ২০০৮ সালের পর থেকে উন্নয়নের ধারা থেমে গেছে। আমি নির্বাচিত হলে উন্নয়নের ধারা আবার ফিরিয়ে আনব।”
উল্লেখ্য, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মহেশপুর হাইস্কুল থেকে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন আইন পেশায় কাজের পাশাপাশি তিনি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন।