
মোঃ সাজ্জাদ হোসেন, যশোর জেলা প্রতিনিধি:
যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামের এক যুবক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। নিহত চঞ্চল ওই গ্রামের মধু গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে চঞ্চল গাজী ও প্রতিবেশী রবিউল, বেলালদের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে তা এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চঞ্চল গাজী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে রবিউল, বিল্লাল ও মাহিম সাদ্দাম নামের তিনজনকে হেফাজতে নেয়।
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) জানান, “ঘটনার পর এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে। সংঘর্ষের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।”
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।