
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরন্দরপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের প্রায় অর্ধশত কলা গাছ কেটে নষ্ট করেছে প্রতিপক্ষরা।
জানা গেছে, ১৩ অক্টোবর সোমবার সকালে পুরন্দরপুর কানাইডাঙ্গা মাঠে অবস্থিত দত্তরবেড় পাড়ার মৃত আহাম্মেদ মুন্সির ছেলে কৃষক সুলতান মুন্সির কলা বাগানে এ ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন একই ইউনিয়নের রাখালভোগা গ্রামের মৃত পাচু খাঁর দুই ছেলে— ইউছুপ ও সোহরাব হোসেন।
কৃষক সুলতান মুন্সি জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা রাতে তার বাগানে ঢুকে কাঁদিমুখো জাতের প্রায় অর্ধশত কলা গাছ কেটে ফেলেছে। এতে তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় কৃষক সুলতান মুন্সি অভিযুক্তদের নামে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।