
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটগরার ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজে ১৮ অক্টোবর ২০২৫, শনিবার এক বর্ণাঢ্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব হারুন অর রশিদ।
সমাবেশের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি কলেজ প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “মানসম্মত শিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল নাগরিক তৈরি করা।”
অধ্যক্ষ বলাই চন্দ্র পাল তাঁর বক্তব্যে অভিভাবকদের সন্তানদের পড়াশোনার প্রতি আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং কলেজের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।