
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নবনিযুক্ত মহাপরিচালক, বরেণ্য কবি, গীতিকার ও সংস্কৃতিসেবী রেজাউদ্দিন স্ট্যালিনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে শতদল ফিল্ম সোসাইটি ও শতদল থিয়েটার, ঢাকা।
সংগঠন দুটির পক্ষ থেকে শুভেচ্ছা জানান শতদল ফিল্ম সোসাইটি ও শতদল থিয়েটার এর পরিচালক কবি গবেষক ও চলচ্চিত্র নির্মাতা পথিক শহিদুল। তিনি বলেন, “রেজাউদ্দিন স্ট্যালিন শুধু একজন কবি নন, তিনি আমাদের সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল দিশারী। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে দেশের সংস্কৃতি অঙ্গনে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।”
পথিক শহিদুল আরও বলেন, “বৃহত্তর যশোরের কৃতি সন্তান হিসেবে রেজাউদ্দিন স্ট্যালিন আমাদের গর্ব। তাঁর নেতৃত্বে শিল্পকলা একাডেমী আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ হবে—এই আমাদের প্রত্যাশা।”
রেজাউদ্দিন স্ট্যালিন দীর্ঘদিন ধরে কবিতা, গান, সাহিত্য, গণমাধ্যম ও সংস্কৃতি আন্দোলনে নিবেদিত থেকে কাজ করে আসছেন। তাঁর সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের জন্য তিনি দেশ-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিচর্চাকে নতুন প্রজন্মের কাছে আরও সহজলভ্য ও আধুনিকভাবে উপস্থাপন করার ক্ষেত্রে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে শতদল ফিল্ম সোসাইটি ও শতদল থিয়েটার।
সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, তারা বিশ্বাস করে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে রেজাউদ্দিন স্ট্যালিন দেশের সংস্কৃতিচর্চায় নতুন উদ্দীপনা, নৈতিক দিশা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।