
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপি মহিলা দলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ বিকালে ওয়ার্ডের শাহাপুর গ্রামে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে আয়োজিত এ কর্মী সভায় স্থানীয় নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক বিশিষ্ট কণ্ঠশিল্পী মনির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল আজিজ, ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান এস এম জগলুল পাশা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাসদ সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিদুল ইসলাম, ৬ং ওয়ার্ড বি এন পির সভাপতি নাসির উদ্দীন, উপজেলা মহিলা দলের আহবায়ক রুপা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাফরিন পাশা, সাবেক ছাত্র নেতা হায়দার আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কবির হোসেন, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দীন লিওনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “ধানের শীষ প্রতীক যার, ভোট দেব সবাই তার।” তারা আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রতি দায়বদ্ধতা সৃষ্টির আহ্বান জানানো হয়।