
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক প্রাণবন্ত মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ ইং বিকেলে ইউনিয়নের আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর-কোটচাঁদপুরের গণমানুষের নেতা, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এবং মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মেহেদী হাসান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোমিনুর রহমান মোমিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. জুগলুল পাশা এবং সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা সরকারের দুঃশাসন, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের অধিকার পুনরুদ্ধার করবে।
অনুষ্ঠানে স্থানীয় মহিলা দল নেত্রীবৃন্দ ও কর্মীরা উচ্ছ্বাসের সঙ্গে অংশগ্রহণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।