
স্টাফ রিপোর্টারঃ
যশোরের রেল রোডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল দেশের অন্যতম ফ্যাশন হাউস ক্লাসি গুডস এর শো-রুমের।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর যশোরের রেল রোডের মোরশেদ টাওয়ারের নিচ তলায় উদ্বোধন হয়েছে ক্লাসি গুডস এর এ শো-রুম।
ক্লাসি গুডস এর এই শো রুম উদ্বোধন আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সাংবাদিক প্রেসক্লাব যশোর সভাপতি ও দৈনিক যশোর পত্রিকার সম্পাদক জনাব জাহিদ হাসান টুকুন।
এই নতুন আউটলেটের উদ্বোধন প্রসঙ্গে ক্লাসি গুডস এর প্রধান নির্বাহী মোঃ মুরাদ হোসেন আকাশ বলেন,
অনুপ্রেরণার হাত ধরে
পরিবর্তনের গল্প নিয়ে
ফাতেহা নিশি প্রতিষ্ঠা করেছেন Classy Goods।
নিজ হাতে তদারকি করছেন যশোরের সুবিধাবঞ্চিত নারীদের ঐতিহ্যবাহী হাতের কাজ- নকশি কাঁথা, থ্রি-পিস ও টু-পিস সেলাইয়ের প্রতিটি সূতোয় গাঁথা একেকটি স্বপ্ন!
একজন নারী উদ্যোক্তার এই প্রচেষ্টা হোক অন্য সবার প্রেরণা। নারীর হাতে গড়ে উঠুক আত্মনির্ভর বাংলাদেশ।
পোশাক মানুষের ব্যক্তিত্বের কথা বলে। আমরা সেই গল্প আরও স্পষ্ট করে তুলে ধরতে সাহায্য করি। আমরা দেশের মানুষের পোশাকের প্রয়োজন মেটানোর চেষ্টা করি।
ক্লাসি গুডস এ মেয়েদের পোশাকের পাশাপাশি মেয়েদের জন্য আছে ব্যাগ, ঘড়ি, নেকলেস, ইয়াররিং, ওয়ালেট, বেল্ট, ক্যাপ, ব্রেসলেট, আন্ডার-গার্মেন্টস ইত্যাদি।