
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তরফদার মাহমুদ তৌফিক বিপু, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী মোঃ ফয়সাল আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত যুবদল গণতন্ত্র, ভোটের অধিকার ও জনগণের ন্যায্য অধিকারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।