
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
শীতের আগমন মানেই গ্রামবাংলায় শুরু হয় ক্রীড়ার উৎসব। সেই ধারাবাহিকতায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামে জমে উঠেছে খেলাধুলার প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও শাহাপুর যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। খেলাকে ঘিরে ইতিমধ্যেই গ্রামজুড়ে বইতে শুরু করেছে উৎসবের আমেজ।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, শীতকালীন সন্ধ্যাগুলোকে প্রাণবন্ত করে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয় প্রতিবছর। এ বছরও স্থানীয় মাঠ ও আশপাশের এলাকা সাজিয়ে তোলা হচ্ছে নতুন সাজে। চলছে কোর্ট প্রস্তুত করা, আলো বসানো ও খেলার সময়সূচি নির্ধারণের কাজ।
শাহাপুর যুব সমাজের সদস্যরা আরও বলেন, “ব্যাডমিন্টন শুধু একটি খেলা নয়, এটি আমাদের এলাকার যুবকদের মিলনমেলা। সবাই মিলে মেতে উঠি, আনন্দ করি, আর খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব আরও দৃঢ় হয়।”
এদিকে স্থানীয়রা জানাচ্ছেন, এই খেলাকে ঘিরে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবের পরিবেশ। অনেকেই ইতিমধ্যে নতুন র্যাকেট ও অনন্য ক্রিয়াসামগ্রী কিনে প্রস্তুতি নিচ্ছেন।

জানা যায়, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই খেলার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
গ্রামের মানুষ আশা করছেন, এবারের ব্যাডমিন্টন আসরও আগের মতোই হবে উৎসবমুখর ও প্রাণবন্ত। খেলাধুলার মাধ্যমে এমন সামাজিক মিলনমেলা আয়োজন গ্রামীণ যুব সমাজকে যেমন অনুপ্রাণিত করে, তেমনি সমাজে গড়ে তোলে ঐক্য, বন্ধুত্ব ও ইতিবাচক মনোভাব।