মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়োপাড়া বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩রা ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস. এম. হোসেন জগলুল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুর রহমান।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সব বাধা অতিক্রম করে দেশে ফিরতে পারেন—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
মাহফিল শেষে দলের নেতাকর্মীরা দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনে বি এন পি কে জয় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।