
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ওসমান হাদীর মৃত্যুর খবরে ঝিনাইদহে গভীর শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) মধ্যরাতে শোকাহত ও বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর বাড়িসহ একাধিক আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতের পরপরই একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা শহরের বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে বের হয়। পরে তারা কয়েকজন রাজনৈতিক নেতার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং একাধিক স্থানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার পর পুরো ঝিনাইদহ শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ প্রশাসন জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।