মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহাপুর গ্রামে শুক্রবার ছুটির দিনকে ঘিরে যুবকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা। ৯০ নং শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ খেলায় শাহাপুর গ্রামের বিভিন্ন পাড়ার মোট ৪টি দল অংশগ্রহণ করে।
সকাল থেকেই স্কুল মাঠে খেলোয়াড়দের প্রস্তুতি ও দর্শকদের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া চারটি দল পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নেয়। খেলায় ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব ক্ষেত্রেই ছিল চমকপ্রদ পারফরম্যান্স। মাঠের চারপাশে জড়ো হয়ে শিশু-কিশোর থেকে শুরু করে বয়স্করাও খেলা উপভোগ করেন।
স্থানীয় যুবকদের আয়োজনে অনুষ্ঠিত এ ক্রিকেট প্রতিযোগিতা গ্রামের তরুণ সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। আয়োজকদের এক সদস্য মো: শরিফুল ইসলাম জানান, নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখাই তাদের মূল উদ্দেশ্য। এতে করে যুবকদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।
খেলা দেখতে আসা স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গ্রামের স্কুল মাঠে এ ধরনের আয়োজন গ্রামের প্রাণ ফিরে আসে। ছুটির দিনে এমন আয়োজন গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও বিনোদনের সুযোগ সৃষ্টি করেছে। অনেকেই ভবিষ্যতে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের দাবি জানান।