মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাশিপুর গ্রামবাসীর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর ২০২৫ ইং) বাদ আসর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী আবু রাফে সিদ্দিকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা সরোয়ার হুসাইন এবং তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন হযরত মাওলানা ইসমাইল হুসাইন। বক্তারা কোরআনের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও সমাজ সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে মাহফিল সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।