মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাহাপুর বাজার কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান এস এম হোসেন জগলুল পাশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর জামান শিপন, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো. মহিদুল ইসলাম (মধু), ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আহাদ আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক মো. রুমজান আলী, সহ-সাধারণ সম্পাদক সবুর উদ্দিন বিশ্বাস, দপ্তর সম্পাদক এস কে সবুজ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজা এবং ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল বাদশা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয়ভাবে সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে।